-"সব্যসাচী হবার জন্য আমি আমার ডান হাতটা হারাতে রাজি"
-"দোমাথার মোড়ে এসে পৌঁছোলে দুটো পথই নিও"
-"চোখকান খোলা রাখলে অনেক কিছুই নজরে পড়বে"
-"জায়গটায় এত ভিড় বেড়েছে যে আজকাল কেউ আর ওদিক মাড়ায় না। "
-"কোনকিছু ভাবতে থাকলে আমার মনোযোগ বিঘ্নিত হয়।"
-"ভবষ্যতটা আর আগে যমনটা ছিল তেমনটা নেই।"
-"বাচ্চাদের আমি মোটেই এনসাইক্লোপিডিয়া কিনে দিচ্ছিনা। আমি যেমন ইশকুলে যেতাম ওরাও তেমন যাক। "
-"আমরা পথ হারিয়েছি তবে বেশ কম সময়েই যাচ্ছি।"
-"আমার ব্যাপারে ওরা যযত মিথ্যেকথা বলে তার অর্ধেকই সত্যি নয়।"
-"এক পয়সার দাম আর একটাকার সমান নেই হে।"
-"আরেকবার দেজা ভু।"
-"শেষ হবার আগে কিছুই শেষ হয় না।"
-"শ্রীমতী লিন্ডসেঃ"আপনাকে তো বেশ কুল লাগছে! " যোগী বেরাঃ "ধন্যবাদ। আপনাকেও কিন্তু বিশেষ হট ঠেকছে না।"
-"দুনিয়াটা একেবারে নিখুঁত হলে সেটা তার একটা বড় খুঁত হতো।"